জয়পুরহাটে জমে উঠেছে বনজ ও ফলদ বৃক্ষমেলা

382

2017-09-20_4_723126

জয়পুরহাট: স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শুরু হওয়া জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলা-২০১৭ ক্রেতা সমাগমে বেশ জমে উঠেছে।

স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন এবং স্নিগ্ধ ও নির্মল পরিবেশ সংরক্ষণের জন্য বনজ ও ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে ১০ দিনব্যাপী এই বনজ ও ফলদ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

এ বৃক্ষমেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন। জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারির ৩৫টি স্টল স্থান পেয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্র নাথ রায়।

জেলা নার্সারি মালিক সমিতির সদস্য ও সাথী নার্সারির মালিক আবুল হাসনাত ও বন্ধন নার্সারির মালিক আরাফাত রহমান বলেন, মেলায় ক্রেতা সমাগম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেচা-কেনাও হচ্ছে। মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।বাসস

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম