জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

367

maxresdefault

শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ১০ দিনব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলা-২০১৭।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এই বনজ ও ফলদ বৃক্ষমেলার আয়োজন করেছে।

বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’। ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মোকাম্মেল হক, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার রশদিুল হাসান, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারির ৩৫টি স্টল থাকবে বলে আয়োজকরা জানান। বনজ ও ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে শহরে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম