ভোলায় তালের বীজ ও চারা রোপণ

704

2017-09-10_4_904328

সদর উপজেলায় বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে ১ হাজার তালের বীজ ও চারা রোপণ করা হয়েছে।

রোববার সকালে বাপ্তা ইউনিয়নের দক্ষিণ বাপ্তা গ্রামে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহিদুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউদ্দিন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মঞ্জুর মাতাব্বর, ফারুক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতে মৃত্যু আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তাই এটা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী’র নির্দেশে তালের বীজ ও চারা রোপণ করা হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সড়কের পাশে আজ ১ হাজার বীজ ও চারা রোপণ করা হয়েছে। আগামীকাল আরো ১ হাজার রোপণ করা হবে।”

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম