ঝালকাঠিতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প’র রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত

345

বরিশাল থেকে বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প আয়োজিত দিনব্যাপী এক রিভিউ ওয়ার্কশপ আজ (২৬ মে) ঝালকাঠির খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক শেখ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ।

প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তুষার কান্তি সমদ্দার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, উত্তর অঞ্চলের কৃষির চেয়ে দক্ষিণাঞ্চল অনেক পিছিয়ে। অথচ এখানে রয়েছে অপার সম্ভাবনা। আর এ সুযোগ কাজে লাগাতে এ প্রকল্পটি যথেষ্ট সহায়ক হবে। তাই কৃষি বিভাগ এবং এলজিইডি সমন্বিতভাবে কাজ করলে এ অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এর ন্যায্য মূল্য নিশ্চিত হবে। কর্মশালায় প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি, ব্রি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং কৃষক প্রতিনিধিসহ ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।