টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

331

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম রোকনুজ্জামান (৪৮) ও মুন্সীগঞ্জ জেলার রবিন্দ্রচন্দ্র (৫২)। রোকনুজ্জামানের বাড়ি ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামে।

খবরটি নিশ্চিত করে কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ‘উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে রবিন্দ্রচন্দ্র নামে ওষুধ কোম্পানির সাবেক এক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে রওনা হন রোকুনুজ্জামান। হাতিয়া এলাকায় পৌঁছে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই স্বজনরা তাদের মৃতদেহ নিয়ে যান।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ