টেকসই জলাশয় ও মৎস্য আহরণ নিশ্চিত করতে সমুদ্র বিষয়ে আরো গবেষণা প্রয়োজন : মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী

351

2122cb756399ba3fe3373aeeb7d

মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, টেকসই জলাশয় ও মৎস্য আহরণ নিশ্চিত করতে সমুদ্র বিষয়ে আরো গবেষণা প্রয়োজন। এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বেশি করে অবদান রাখতে হবে।

রোববার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিছ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন।

বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলজার, মৎস্য বিজ্ঞানী ড. মাহমুদুল করিম ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সমুদ্র বিজয় স্বার্থক করতে হলে আমাদের মেরিন সায়েন্স ও ফিশারিজ নিয়ে ব্যাপক ভিত্তিতে গবেষণা করতে হবে। সূত্র : বাসস

অ্যাকুরিয়ামের রঙিন ভূবন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম