ডিমপাড়া মুরগির খাদ্য প্রদানে যেসব বিষয় লক্ষ্য রাখা দরকার

215

মোরগ-মুরগির খাদ্য সরবারাহের ক্ষেত্রে খামারীদের বেশ দক্ষ হতে হবে। খাদ্য উপকরণসমূহ যাতে উত্তমরূপে মেশানো হয় এবং বিকেল বেলায় সরবাহকৃত খাদ্য যেন রাতের আলোকদান কর্মসূচি বন্ধ হওয়ার পূর্বে শেষ হয়ে যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে । কারণ বিকেলের সরবরাহকৃত খাদ্য খেয়ে শেষ করতে না পারলে পাত্রে জমে থাকা খাদ্য ফাংগাসসহ অনেক ধরনের জীবাণু দ্বারা দূষিত হতে পারে এবং তা খেয়ে ফার্মের মোরগ-মুরগি নানা ধরনের রোগ আক্রান্ত হতে পারে ।

লেয়ার মুরগির ডিমপাড়া চলাকালীন সময়ে বিকেল বেলায় সরবরাহকৃত খাদ্যে ক্যালসিয়ামের পরিমাণ তুলনামুলকভাবে একটু বেশি থাকতে হবে। কারণ বাড়তি ক্যালসিয়াম ডিমের খোসার গঠন, রঙ, পুরুত্ব ও শক্ত হতে সহায়ক ভূমিকা পালন করবে।