ডেইরি খামারে আনোয়ারের সিমেন্ট শিট ব্যবহারের ওপর সেমিনার অনুষ্ঠিত

388

001

শনিবার (৩ মার্চ) গাজীপুর সদরে ইউরো বাংলা হোটেলে “ডেইরি খামারে তাপ নিরোধক আনোয়ারের মোটা সিমেন্ট শিট ব্যবহার শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট শিট লিমিটেডের কনসালটেন্ট ডা. মোসাদ্দেক হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা-ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লা আল মারুফ।

সেমিনারে প্রধানত ডেইরি, পোল্ট্রি হ্যাচারি ইন্ড্রাস্টিতে হিট স্ট্রেস প্রতিরোধের মাধ্যমে মৃত্যুহার এবং উৎপাদন খরচ হ্রাস করে খামার এবং ফ্যাক্টরির উৎপাদনশীলতা বৃদ্ধিতে আনোয়ার সিমেন্ট শিটের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বক্তারা ডেইরি শিল্পের বিকাশে প্রধান সমস্যাসমূহের সামাধান নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ডেইরি, পোল্ট্রি ফার্মের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড ইতোমধ্যে কাজী ফার্মস গ্রুপ, প্রভিটা ফিড লি, ইনডেক্র পোল্ট্রি (প্রা.) লিমিটেড, আফিল ফিস ফিড লিমিটেড, প্যারাগন গ্রুপ, কোয়ালিটি ফিডস লি.সহ সারাদেশে প্রায় ২৮০০০ হাজার পোল্ট্রি ফার্মে আনোয়ার সিমেন্ট শিট ব্যবহৃত হয়েছে।

002

আনোয়ার সিমেন্ট শিট ব্যবহারে খুবই ভালো ফলাফল পাওয়া গেছে বলে জানান। এরই কারণে দিন দিন আনোয়ার সিমেন্ট শিট চাহিদা বেড়েই চলেছে।

আর এই ব্যাপক চাহিদার কথা চিন্তা করে আনোয়ার সিমেন্ট শিটের দ্বিতীয় ইউনিট-এর কাজ দ্রুত এগিয়ে চলেছে। যা ২০১৮ সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন