থাই পেয়ারা চাষে বদলে গেছে বরেদ্র এলাকার কৃষকদের ভাগ্য

489

Thai

মো. এরশাদ আলী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও তানোর এ বরেন্দ্র অঞ্চলীয় দু’উপজেলায় এখন ব্যাপকভাবে থাই পেয়ারার চাষ হচ্ছে। আগে এ এলাকায় আমন ধান ছাড়া তেমন কোনো ফসল উৎপাদন হতো না। উভয় উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে থাই পেয়ারার চাষ পদ্ধতির কৌশল চাষিদের ছড়িয়ে দিয়েছেন। এরই ফলোশ্রুতিতে বরেন্দ্র এলাকায় থাই পেয়ারার বাগান সম্প্রসারিত হচ্ছে। ব্লক পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ এবং ভূমির অবস্থানগত কারণে দানা জাতীয় ফসলের পরিবর্তে পেয়ারা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। গত ২৫ এপ্রিল গোদাগাড়ীর রাজাবাড়ি ব্লক ও তানোরের কলমা ব্লক পরিদর্শন করলে থাই পেয়ারার এ চিত্র উঠে আসে। গোদাগাড়ীর উপজেলা কৃষি অফিসারের নিকট থাই পেয়ারা চাষ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানির চাপ কমানোর জন্য ধান চাষের পরিবর্তে থাই পেযারা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছি। ফলে বরেদ্র এলাকায় ব্যাপক থাই পেয়ারা চাষ করা সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, যে কোনো দানা জাতীয় ফসলের চেয়ে ফলের দাম অনেক বেশি হওয়ায় কৃষকরা ফল উৎপাদনের পথ বেছে নিয়েছে। এ থাই পেয়ারা গোদাগাড়ী ও তানোর উপজেলার চাহিদা পূরণ করে দেশের অন্যত্র পাঠানো হচ্ছে বলে তিনি জানান।