নয়ন, দিনাজপুর থেকে: দিনাজপুরে সরকারের অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় দিনাজপুর সি এস ডি এবং এল এস ডি তে বোরো চাল ক্রয়ের মধ্য দিয়ে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান, দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আনোরুল ইসলাম, সিএসডি’র ব্যবস্থাপক মাহমুদ হাসান।
খাদ্য কর্মকর্তারা জানান, দিনাজপুর জেলায় এবার প্রায় ৯২ হাজারা মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে মিলারদের কাছ থেকে ৭২ হাজার টন চাল ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে এবং চুক্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত বোরো মৌসুমে সরকারকে চাল সরবরাহ না করার কারনে কালো তালিকাভুক্ত চালকল মালিকদের এবার সরকার চাল সরবরাহের সুযোগ দেয়ায় খুশি চালকল মালিকরা।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন