নড়াইলে দুই ঘণ্টায় ৬ লাখ গাছের চারা রোপন

373

500000
শরিফুল ইসলাম, নড়াইল থেকে: পরিবেশবান্ধব জেলা হিসাবে গড়ে তোলা হবে নড়াইল জেলাকে। তাইতো সকাল থেকে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন পরিষদ, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা হাতে প্রস্তুত কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন শ্রেণির কর্মচারীও।

জেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুই ঘণ্টায় মধ্যে লাগানো হল ৬ লাখ গাছের চারা।

সোমবার সকালে ‘ক্লিন নড়াইল গ্রিন নড়াইল’ এ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আজিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রওশন আরা কবীর লিলি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সমাজসেবক আমিনুর রহমান হিমুসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

অপরদিকে কালিয়ায় কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, দায়িত্ব প্রাপ্ত কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

লোহাগড়ায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম।

১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যে জেলায় ফলদ, বরজ, ওষুধি, আম, জাম, কাঁঠাল, দেবদারু, কৃষ্ণচুড়া, শোভাবর্ধনকারীসহ বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা হয়।

জেলার বিভিন্ন সড়কের পাশে ৬ লাখ ২০ হাজার গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ২ লাখ ৩০ হাজার, লোহাগড়া উপজেলায় ২ লাখ ১০ হাজার ও কালিয়া উপজেলায় ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন করা হয়। প্রায় ৬০ লাখ টাকা ব্যায়ে এ প্রকল্প বাস্ত বায়ন করা হয়।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যক্তিগত, বিভিন্ন সামাজিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা নিয়ে এ কাজ করা হয়।

সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।

পোল্ট্রি সেক্টরকে উন্নত শিখরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ‘প্রভেট রিসোর্সেস লিমিটেড’

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম