ধানের পাতা মোড়ানো পোকা দমন করবেন যেভাবে

3877

ধানের পাতা মোড়ানো পোকা দমন ব্যবস্থাপনা:

পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা এক ধরণের মথ। গায়ের রঙ বাদামি এবং আড়াআড়ি ভাবে ২-৩ টি দাগ থাকে ।
ক্ষতির ধরণ : গাছের পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে পাতার ভিতরের সবুজ অংশ খায়। বেশী ক্ষতি হলে পাতা পুড়ে যাওয়ার মত দেখায়।

আক্রমণের পর্যায় : কুশি, চারা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ডগা , কচি পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা :
শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে কার্বাইল যেমন সেভিন৮৫ এসপি
ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (যেমন ডারসবান ২০ ইসি বা পাইক্লোরেক্স ২০ ইসি ২০ মিলিলিটার ) অথবা ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক (যেমন ফাইফানন ২৫ মিলিলিটার ) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার বিকালে স্প্রে করুন।

ক্ষেতে ডালপালা পুতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করুন। আলোক ফাঁদের সাহায্যে পোকা বা মথ দমণ করুন।

ফার্মসএন্ডফার্মার/১০আগস্ট২০