ধানের পাতা মোড়ানো পোকা দমন ব্যবস্থাপনা

1830

ধানের পাতা মোড়ানো পোকা দমন ব্যবস্থাপনা:

পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক স্ত্রী পোকা এক ধরণের মথ। গায়ের রঙ বাদামি এবং আড়াআড়ি ভাবে ২-৩ টি দাগ থাকে ।
ক্ষতির ধরণ : গাছের পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে পাতার ভিতরের সবুজ অংশ খায়। বেশী ক্ষতি হলে পাতা পুড়ে যাওয়ার মত দেখায়।

আক্রমণের পর্যায় : কুশি, চারা

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , ডগা , কচি পাতা
পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা :
শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে
কার্বাইল যেমন সেভিন৮৫ এসপি, ক্লোরপাইরিফস জাতীয় কীটনাশক (যেমন ডারসবান ২০ ইসি বা পাইক্লোরেক্স ২০ ইসি ২০ মিলিলিটার ), আইসোপ্রোকাপ জাতীয় কীটনাশক যেমন মিপসিন ৭৫ডব্লিউপি অথবা ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক (যেমন ফাইফানন ২৫ মিলিলিটার ) ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার বিকালে স্প্রে করুন।

ক্ষেতে ডালপালা পুতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করুন। আলোক ফাঁদের সাহায্যে পোকা বা মথ দমণ করুন।

ফার্মসএন্ডফার্মার/১৭সেপ্টেম্বর২০