ধানের পাতা মোড়ানো পোকা, লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

2577

পাতা মোড়ানো পোকাঃ

পাতা মোড়ানো পোকার পূর্ণ বয়স্ক মথের পাখায় ঢেউ খেলানো কমলা বাদামী রঙের রেখা বিশিষ্ট অসংখ্য কালো দাগ রয়েছে। মথের পাখা শাড়ীর পাড়ের মতো দেখা যায়। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্য শিরার কাছে ডিম পাড়ে। কীড়াগুলো পাতার সবুজ অংশ খায় এবং বড় হবার সাথে সাথে তারা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে একটা নলের মতো করে ফেলে। মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলীতে পরিণত হয়।

অনুকূল পরিবেশ:

#আর্দ্রতা > ৮০%।
#তাপমাত্রা ২৫-২৯ ডিগ্রি সে.।
#বৃষ্টির পর ২-৩ দিন প্রখর রোদ হলে।
#জমিতে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করলে।
#বর্ষা মৌসুমে।
#আমন ও আউশ ধানে।

ক্ষতির লক্ষণ:

#এরা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়।
#কীড়া এক পাতা হতে অন্য পাতায় যায়। একটি কীড়া ১-৩ টি পাতা আক্রমণ করতে পারে।
#খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো দেখায়।
#থোড় অবস্থায় আক্রমণে চিটা হয় এবং ফলন কমে যায়।

দমন ব্যবস্থাপনা:

#আক্রান্ত পাতা সংরহ করে নষ্ট করা।
#পরজীবী পোকার বংশ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি করে কীড়া ধ্বংস করতে হবে।
#মথ ধরার জন্য (সকালে বা বিকালে) হাতজাল ব্যবহার করা এবং সন্ধ্যার পর আলোক ফাঁদ ব্যবহার করা।
#জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণ বয়স্ক মথ দমন করা।
#জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না।
#চারা লাইন ও লোগো পদ্ধতিতে লাগাতে হবে।
#শতকরা ১৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। যেমন: কারবারিল গ্রুপের কীটনাশক যেমনঃ সেভিন ৮৫ এসপি ১.৭ কেজি/হেক্টর অথবা ডাইমেথোয়েট গ্রুপের কীটনাশক ( টাফগর ১.০ লিটার/হেক্টর ) অথবা ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন: ডারসবান ২০ ইসি বা পাইক্লোরেক্স ২০ ইসি ২মিলি./ লি. অথবা ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন: ফাইফানন বা জিথিয়ন ২.২৪ মিলি/ লি হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৯সেপ্টেম্বর২০