নওগাঁর বদলগাছী আইএফএমসি কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ

421

IFMC

মো. দেলোয়ার হোসেন, নওগাঁ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্পের আওতাধীন নওগাঁর বদলগাছীর ৭ টি আইএফএমসি মাঠস্কুলের কৃষকদের নিয়ে আজ (১১ মে) জয়পুরহাটের জামালগঞ্জ হর্টিকালচার সেন্টারে এক উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছা. সালমা আক্তারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসের ৭ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, ৬ জন কৃষক সহায়তাকারী (এফ.টি.) এবং ৩০ জন কৃষক এতে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে জামালগঞ্জ হর্টিকালচারের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার বলেন, আইএফএমসি মাঠস্কুলে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সেখানে মাছ চাষ, হাঁস-মুরগি পালন, ছাগল পালন, ধান চাষ, সবজি চাষ সম্পর্কে শেখানো হয়। প্রশিক্ষণের উল্লেখযোগ্য অংশ হচ্ছে কৃষি সমৃদ্ধ এলাকাগুলোতে ভ্রমণ। এখানে ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ফলের চারা তৈরি এবং রোপণ সম্পর্কে ধারণা নেয়া। তিনি হর্টিকালচার সেন্টারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং কৃষকদেরকে বেশি করে ফলজ, বনজ বৃক্ষের চারা রোপণে অনুরোধ জানান। আলোচনায় আরো অংশগ্রহণ করেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহির রায়হান ও উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে ৩০ জন কৃষককে জনপ্রতি ৫০ টি ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এর আগে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখানো হয়, সেইসাথে হাতে-কলমে প্রশিক্ষণও দেয়া হয়।