নওগাঁর মহাদেবপুরে আউশের প্রণোদনা উদ্বোধন করেন সংসদ সদস্য

318

SOlime Uddin M.p
মো. দেলোয়ার হোসেন, নওগাঁ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত ৩০ মার্চ নওগাঁস্থ মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকের মাঝে আউশের প্রণোদনা উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার। এ উপলক্ষে উপজেলার নির্বাহী অফিসার জেবুন নাহার’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, শস্যভান্ডার বলে খ্যাত নওগাঁ জেলার মধ্যে মহাদেবপুর অন্যতম। এ উপজেলা ধান ও সবজির জন্য বিখ্যাত । এখানে বোরো ধান ও সবজি সংগ্রহের পর আমন ধান রোপণ পর্যন্ত যে সময়টুকু জমি পতিত থাকে সে সময়ের মধ্যে আউশ আবাদ সম্পন্ন করা সম্ভব। বর্তমান কৃষিবান্ধব সরকার আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়েছে। চাষিদের এ সুযোগ কাজে লাগানোর জন্য তিনি অনুরোধ জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সহযোগিতার মাধ্যমে কৃষি উন্নয়নে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম মফিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি পূর্ণবাসন কর্মসুচির আওতায় বিগত বছরের ন্যায় চলতি ২০১৬-১৭ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান উৎপাদন বৃদ্ধিকল্পে আউশ ধান চাষে ১ বিঘার জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং সেচ ও আগাছা দমন বাবদ ৪ শত টাকা এবং নেরিকা আবাদের জন্য ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ বাবদ ৪ শত টাকা ও আগাছা দমনের জন্য আরো ৪ শত টাকা প্রদানের ব্যবস্থা নিয়েছে। সে লক্ষে উপজেলায় উফশী আউশে ১ হাজার ২ শত জন এবং নেরিকা ধান চাষে ২০ জন মোট ১ হাজার ২ শত ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আউশ প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের। এতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রায় ১ হাজার ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।