নওগাঁ রাণীনগরে মৌসুমের আমন ধান কাটার উদ্বোধন

341

Raninagar-Paddy-Cutting-Pic

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় চলতি আমন মৌসুমের আগামজাতের আমন ধানের মস্য কর্তনের শুভ উদ্বোধন করা হযেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সিঙ্গারপাড়া গ্রামের মাঠে আগাম জাতের এই আমন কাটার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব। তাই বর্তমানে উপজেলার কৃষকদের ঘরে ঘরে চলছে গোলায় নতুন ধান তোলার মৌসুম। ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরাও।

কৃষি অফিস সূত্রে জানা, গত আগস্ট মাসে উপজেলার ওপড় দিয়ে বয়ে যায় স্মরণকালের ভয়াবহ বন্যা। এই বন্যায় উপজেলার অর্ধেকের বেশি ফসল পানির নিচে তলিয়ে যায়। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের স্বল্প সময়ে উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান-৫৬ রোপন করার নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। বন্যা পরবর্তী সময়ে রোপন করা এই আগাম জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।

বর্তমান বাজারে ধানের দাম ভালো থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই আমন ধান থেকে তাদের ক্ষতির অনেকটাই পুষিয়ে নিতে পারবেন।

চলতি মৌসুমে প্রতি বিঘায় স্বর্ণা-৫ জাতের ধান ১৮মণ এবং ব্রিধান-৫৬ জাতের ধান ২২ মণ হারে বাম্পার ফলন পাবেন কৃষকরা। চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার মোট ৭ হাজার ৭শ হেক্টর জমিতে কৃষকরা আমন ধান চাষ করেছেন।

সিঙ্গারপাড়া গ্রামের কৃষক মোস্তাক হোসেন ও বাবর আলী জানান, কৃষি অফিসের পরামর্শক্রমে বন্যা পরবর্তী আবাদ হিসেবে আমরা জমিতে ব্রি ধান-৫৬ রোপন করি। আমরা আমাদের ধারণার চাইতে অনেক বেশি ফলন পেয়েছি। এতে করে আমরা বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার জানান, বন্যায় ধান ফসলসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষকদের স্বল্প সময়ে উচ্চ ফলনশীল ধান রোপনের পরামর্শ প্রদান করা হয়। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে করে কৃষকরা বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন।

এছাড়াও শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান নবী, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব, স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

এগ্রো ক্যারিয়ার এক্সপোতে তরুণ চাকরিপ্রার্থীদের ভিড়

দেশে প্রায় ২শ’টি শিল্প-প্রতিষ্ঠানকে সেবা দিয়ে যাচ্ছে Axon

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন