নবনিযুক্ত প্রাণিসম্পদ মন্ত্রী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করলো আহকাব

353

োপদকোব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি এর সাথে এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) প্রাণিমন্ত্রীর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এসময় নবনিযুক্ত মন্ত্রীকে আহকাব এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় মন্ত্রী শ ম রেজাউল এমপি’কে আহকাব এর পক্ষ থেকে ক্রেস্ট ও মেম্বার্স ডিরেক্টরি প্রদান করা হয়।

বৈঠককালে মন্ত্রী শ ম রেজাউল করিম প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে আহকাবকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়া আহকাব ও মন্ত্রী মহোদয়ের মধ্যে প্রাণিজখাতসহ অনান্য খাতের সার্বিক অগ্রগতি নিয়ে বিষদ আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আহকাব’র সভাপতি ডাঃ এম নজরুল, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কামরুজ্জামানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী ২০২০, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে শ ম রেজাউল করিম মন্ত্রণালয়ে যোগদান করেন।

ফার্মসএন্ডফার্মার/২৩ফেব্রু২০২০