নলছিটিতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

261

600
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।
স্থানীয় কৃষি বিভাগ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। সকাল ১০টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় ১৫টি স্টলে নানা ধরণের ফল ও ফলের গাছ স্থান পায়। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও ভিয়েতনামের খাটো জাতের নারিকেল চারা প্রদর্শন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা উদ্বোধনী অনুষ্ঠানের।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান।

আগামী সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন