নাটোরের সিংড়ায়  ব্রি-ধান ২৮’র  নমুনা শস্য কর্তন

527

 

ুহস্পৃ...

মো. আব্দুল্লাহ-হিল-কাফি, নাটোর থেকে: গত ১৯ এপ্রিল  নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামে চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের ব্রি-ধান ২৮ জাতের  নমুনা শস্য কর্তনের শুভ উদ্বোধন করেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর’র  উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. বেলাল উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা।

উদ্বোধক হিসেবে প্রধান অতিথি বলেন, সুস্থ-সবল-রোগমুক্ত-উচ্চফলনশীল বীজ না হলে কোনো ফসলের উৎপাদন আশানুরূপ হবে না। কাজেই বীজ হতে হবে মানসম্মত। তিনি বীজ শিল্প উন্নয়নে মহিলাদের অংশগ্রহণের ওপর জোর তাগিদ দেন। এছাড়া নিজেরবীজ নিজে উৎপাদন, সংরক্ষণ ও অন্যদের মাঝে বিতরণে সচেষ্ট হতে তিনি উপস্থিত চাষিদের প্রতি অনুরোধ জানান। উপজেলা কৃষি অফিসার জানান,  প্রাকৃতিক দুর্যোগ না হলে  এবার ধানের  বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে । এছাড়া ধানের মূল্য গতবছরের চেয়ে ভালো পাওয়া যাবে  বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কৃষকরা যেন বীজ ভালোভাবে সংরক্ষণ করতে পারে সেজন্য তাদের সহযোগিতা দেয়া হচ্ছে। কারণ, ভালো বীজের মাধ্যমে আমরা অর্জিত খাদ্য নিরাপত্তা ধরেরাখতে পারব।  ফসলের নমুনা শস্য কর্তন করে বিঘা প্রতি ফলন পাওয়া যায় ২২ মণ (শুকনা)। অনুষ্ঠানে এলাকার প্রায় দু’শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।