নারিশ গ্রুপের বার্ষিক সেলস সভা অনুষ্ঠিত

410

81936814_2629495613794133_8941534491889893376_n-696x392
দেশের শীর্ষস্থানীয় প্রাণী খাদ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান নারিশ গ্রুপের দিনব্যাপী বার্ষিক সেলস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিজেন্সী হোটেল এন্ড রিসোর্টে এই সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের প্রোগ্রাম শুরু হয়। এর পর কোম্পানীর ২০১৯ সালের সেলস এন্ড মার্কেটিং নিয়ে আলোচনা করেন কোম্পানীর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন নারিশ গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান খালেদ, পরিচালক শামছুল আরেফিন খালেদ, পরিচালক সাইফুল আরেফিন খালেদ, সেলস এন্ড মাকের্টিং এর জেনারেল ম্যানেজার সামিউল আলিম, প্রোডাকশনের জেনারেল ম্যানেজার কৃষিবিদ তৌহিদুল ইসলাম, প্রজেক্ট কো অর্ডিনেটর নুরুল বাসার সরকার, সেলস এন্ড সার্ভিস ডেপুটি’র জেনারেল ম্যানেজার ডা মুসা কলিমুল্লাহ, ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ গোলাম মাওলা, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার কৃষিবিদ চিরঞ্জিব সাহা, ডা জাফর আহমেদ রুবেল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি, নারিশ গ্রান্ড প্যারেন্টস লি, নারিশ ফিসারিজ লি, নারিশ ফিডস লি, নারিশ ফুডস লি, নারিশ এগ্রো লি, এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফার্মসএন্ডফার্মার২৪/১০জানু২০২০