নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির রাজশাহী অঞ্চলে ল্যাবের উদ্বোধন

396

20264780_1496865200335696_3

রাজশাহী অঞ্চলে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করছি এই ল্যাবের মাধ্যমে রাজশাহী এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোতে কাস্টমার সার্ভিস এবং খামারীদের সর্বোচ্চ সেবা প্রদান সম্ভব হবে। এতে করে খামারীদের উৎপাদন খরচ কমে আসবে এবং লাভের পরিমাণ বাড়বে বলে নারিশ বিশ্বাস করে। আমাদের ল্যাবগুলো সব খামারীদের জন্য উন্মুক্ত।

রাজশাহী ল্যাবের ঠিকানা:
ওমরপুর নার্সারি অ্যান্ড বীজভান্ডার (৩য় তলা)
এয়ারপোর্ট রোড, নওদাপাড়া, রাজশাহী

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম