নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আঞ্চলিক কর্মশালা-২০২৩

187

নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের   ২০২২-২৩ অর্থবছরের প্রকল্প কার্যক্রম পর্যালোচনা শীর্ষক  আঞ্চলিক কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়। ২৯ তারিখ রবিবার বিনা উপকেন্দ্র, কুমিল্লার হল রুমে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই),র পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক, কৃষিবিদ মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ‘‘এক ইঞ্চি জমিও আনাবাদি রাখা যাবে না’’ মাননীয় প্রধান মন্ত্রীর এই উক্তিটি ধারন করে কৃষকের আর্থিক সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। উচ্চ ফলনশীল নতুন নতুন জাতের ফসলের চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে সরজন পদ্ধতির উপর গুরুত্ব দিয়ে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরী। কারন এ পদ্ধতি বাস্তবায়ন হলে একই সাথে বিভিন্ন ফল, শাক-সবজি এবং মাছের চাষ করা যায়। এর ফলে দেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বজায় থাকবে। কৃষক আর্থিকভাবে লাভবান হবে।

ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, প্রাক্তন প্রকল্প পরিচালক, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প; ডিএই, কুমিল্লা জেলার উপপরিচালক, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান; ব্রি, কুমিল্লার সিএসও এবং প্রধান, ড. মোঃ রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থপন করেন, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ জুলফিকার আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষিবিদ বিলকিছ বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষিবিদ আবু নঈম মোঃ সাইফুদ্দিন, প্রল্পের মনিটরিং ও মূল্যায়ণ কর্মকর্তা।