পাঙ্গাস মাছ চাষের সুবিধাসমূহ

23

যেসব কারণে পাঙ্গাস মাছ চাষ সুবিধাজনক তা আমরা অনেকেই জানি না। মাছের চাষ আমাদের দেশে একটি জনপ্রিয় পেশা। কম সময়ে অধিক লাভবান হওয়ার জন্য পাঙ্গাস মাছ চাষ বেশ কার্যকরী। এছাড়াও পাঙ্গাস মাছের চাষে রয়েছে বিভিন্ন সুবিধা। আজ চলুন জেনে নেওয়া যাক পাঙ্গাস মাছ চাষের সুবিধা সম্পর্কে-

পাঙ্গাস মাছ চাষের সুবিধাসমূহঃ
১। পাঙ্গাস মাছ শারীরিকভাবে খুব দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে পাঙ্গাস মাছ চাষে সহজেই লাভবান হওয়া যায়।
২। অপেক্ষাকৃত প্রতিকূল অবস্থায় যেমন- অক্সিজেন কমে যাওয়া, পানি ঘোলা হওয়া, পিএইচ এর মানের তারতম্য হলেও পাঙ্গাস মাছ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে।
৩। পাঙ্গাস মাছ প্রায় সব ধরণের খাবার খেয়ে থাকে। এর ফলে পাঙ্গাস মাছকে খাদ্য প্রয়োগ করলে খাদ্যের অপচয় কম হয় ও মাছের বৃদ্ধি দ্রুত হয়।
৪। পানি কিছুটা লবনাক্ত হলেও পাঙ্গাস মাছের চাষ করা যায়।
৫। বিভিন্ন পদ্ধতি যেমন- খাঁচা কিংবা ঘের পদ্ধতিতেও পাঙ্গাস মাছের চাষ করা যায়।
৬। পাঙ্গাস মাছ চাষে খুব কম সময়ে উৎপাদন করে লাভবান হওয়া যায়।
৭। জীবিত অবস্থায় এই মাছকে বাজারে বিক্রি করা যায়।