পোকা পরিচিতি:
পূর্ণ বয়স্ক মথের পাখায় ঢেউ খেলানো কমলা বাদামী রঙের রেখা বিশিষ্ট অসংখ্য কালো দাগ রয়েছে। মথের পাখা শাড়ীর পাড়ের মত দেখা যায়।
অনুকূল পরিবেশ:
- আর্দ্রতা > ৮০%।
- তাপমাত্রা ২৫-২৯ডিগ্রি সে.।
- বৃষ্টির পর ২-৩ দিন প্রখর রোদ।
- জমিতে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার।
- বর্ষা মৌসুম।
- আমন ও আউশ ধান।
ক্ষতির লক্ষণ:
- পাতার সবুজ অংশ কুরে কুরে খায়। ফলে পাতায় সাদা দাগ হয় এবং মুখের লালা দিয়ে পাতা মুড়িয়ে ফেলে (নালাকার)। তাই একে পাতা মোড়ানো পোকা বলে।
- কীড়া এক পাতা হতে অন্য পাতায় যায়। একটি কীড়া ১-৩ টি পাতা আক্রমণ করতে পারে।
- বেশি আক্রান্ত হলে পুড়ে যাওয়ার মত দেখায়।
- থোড় অবস্থায় আক্রমণে চিটা হয় এবং ফলন কমে যায়।
বিকল্প পোষক:
আড়াইল, শ্যামা, গইচা, আঙ্গুলি ঘাস, গম, ভুট্টা, আখ ও যব।
সমন্বিত ব্যবস্থাপনা:
- কয়েক কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করা।
- পরিমিত পরিমাণে পটাশ সার প্রয়োগ করা।
- মথ ধরার জন্য (সকালে বা বিকালে) হাতজাল ব্যবহার করা এবং সন্ধ্যার পর আলোক ফাঁদ ব্যবহার করা।
- বিকল্প পোষক ধ্বংস করা।
- সপ্তাহে অন্ততঃ ১দিন জমি পরিদর্শন করা।
- রোপণের পর হতে ৪০ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখা।
- জমিতে ডাল পুতে দেয়া।
- নিমবিসিডিন/সেভিন ৮৫ ডব্লিউ পি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা।