পাবদা মাছের রেনুর চাষ পদ্ধতি

1490

maxresdefault

পাবদা মাছের রেনুর চাষ পদ্ধতি সম্পর্কে অনেক মাছেরই সঠিক ধারণা নেই। পাবদা মাছ চাষে লাভবান হওয়ার জন্য এই মাছের রেনুর চাষ সম্পর্কে জেনে রাখা অতি জরুরী। সঠিক উপায়ে পাবদা মাছের রেনুর চাষ না করতে পারলে মাছ চাষে লোকসানের সম্ভাবনা থাকে। চলুন আজ জেনে নেই পাবদা মাছের রেনুর চাষ পদ্ধতি সম্পর্কে-

পাবদা মাছের রেনুর চাষ পদ্ধতিঃ
বাজারে পাবদা মাছের চাহিদা থাকায় ও এই মাছের বাজারমূল্য বেশি থাকায় দিন দিন পাবদা মাছের চাষ বেড়েই চলেছে। নিচে পাবদা মাছের রেনুর চাষ পদ্ধতি দেওয়া হল-

নার্সারি পুকুুর প্রস্ততিঃ

পাবদা মাছের রেনুর চাষে নার্সারি পুকুুরের আয়তন ১৫ থেকে ২০ শতক হতে হবে।
এই মাছের রেনু চাষে জন্য পুকুরের গভীরতা ২.৫ থেকে ৩ ফুট হতে হবে।
রেনু চাষের পূর্বে পুকুরের সব আগাছা পরিষ্কার করতে হবে।
পাবদা মাছের রেনু চাষের জন্য কমপক্ষে ৮ ঘন্টা রোদ থাকে এমন পুকুুর নির্বাচন করতে হবে।
যে পুকুরে পাবদা মাছের রেনু চাষ হবে সেই পুকুরের পানিতে কোন এ্যামোনিয়া থাকতে পারবেনা
পাবদার রেনু চাষের পুকুরের পানিতে পিএইস ৭.৫-৮.৫ এর মধ্যে থাকতে হবে।
রেনু চাষের পুকুরের পানি ঘোলা বা পানিতে কোন ধরনের শেওলা থাকতে পারবেনা।
পাবদা মাছের রেনু চাষের শুরুতেই পুকুরের পানি সেঁচে কমপক্ষে ৭ দিন শুকিয়ে নিতে হবে, আর কাঁদার পরিমাণ বেশি হলে তুলে ফেলতে হবে।
প্রতি শতকে ১ কেজি চুন দিয়ে হালকা একটা নিড়ানি দিয়ে দিতে হবে।
চুন দেয়ার ৩ দিন পর পুকুরে পানি প্রবেশ করাতে হবে। আগে থেকে ২৪ ঘন্টা পানিতে ভিজানো ১০০ গ্রাম সরিষার খৈল, ৫০ গ্রাম চিটাগুড়ের মিশ্রনটি রোদ থাকাকালীন প্রয়োগ করতে হবে। এর ৩ দিন পর শতকে ১ কেজি ময়দা পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে।
পুকুরের চারপাশে নেটিং করতে হবে, তারপর বিভিন্ন পোঁকা দমনের জন্য শতকে ৮ মিলি করে সুমিথিয়ন প্রয়োগ করবেন।
সুমিথিয়ন দেওয়ার ২৪ থেকে ৩০ ঘন্টা পর শতকে ৪০ থেকে ৫০ গ্রাম করে পাবদার রেনু মজুদ করতে পারবেন।
১০০ গ্রাম রেনুর জন্য দৈনিক খাবারঃ

১। ১-৫ দিন পর্যন্ত ১০০ গ্রাম ময়দা ২ টি সিদ্ধ ডিমের কুসুম একসাথে মিশিয়ে তিন বেলা ভাগ করে খাওয়াতে হবে।

২। ৬-১০ দিন পর্যন্ত ১৫০ গ্রাম ৪০% প্রোটিন সমৃদ্ধ নার্সারি ফিড সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে।

৩। ১১-১৫ দিন পর্যন্ত ২০০ গ্রাম নার্সারি ফিড সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে।

৪। ১৬-২২ দিন পর্যন্ত ৩৫০ গ্রাম নার্সারি ফিড সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে।

৫। ২৩-৩০ দিন পর্যন্ত ৫০০ গ্রাম নার্সারি ফিড সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে।

উপরোক্ত পদ্ধতি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে প্রতি ১০০ গ্রাম রেনু থেকে ১০ থেকে ১২ হাজার পোনা উৎপাদন করা সম্ভব হবে।

ফার্মসএন্ডফার্মার/০৮মার্চ২০