পাবনায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক সভা অনুষ্ঠিত

326

SAM_5628

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, গবেষণালব্ধ ফসলের জাত ও চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রযুক্তি কৃষকের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

১৪ মার্চ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িস্থ কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকারের সভাপত্বিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মসলা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.শফিকুল ইসলাম এবং পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।

অনুষ্ঠিত সভায় নিজ নিজ গবেষণা বিভাগের উদ্ভাবিত জাত, কলাকৌশল এবং কৃষকের কৃষি উৎপাদনে সহায়ক বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বগুড়া মশলা গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিনুল হক, ঈশ্বরদী পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটের ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রোকনুজ্জামান, রাজশাহী ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইলিয়াস হোসেন, পাট গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, বগুড়া তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ বিপনন বিভাগের উপপরিচালক কে এম গোলাম সরওয়ার এবং টেবুনিয়া হটিকালসার কেন্দ্রের উপপরিচালক মো. আজাহার আলী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু পুরস্কারপ্রাপ্ত কৃষাণি কৃষি উদ্যোক্তা নূরুন্নাহার বেগম, এনজিও প্রতিনিধি, বীজ ও সার ডিলারসহ জেলা মৃত্তিকা অফিস, মার্কেটিং অফিস এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা উপস্থিত থেকে কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন উন্নয়নমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন পাবনা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. লোকমান হোসেন।

এ তথ্য নিশ্চিত করেন এ.টি.এম ফজলুল করিম, সহকারী তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, পাবনা।

Rafid

 

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন