পাবনায় ক্যাপসিক্যাম চাষে সফল কৃষকরা

239

পাবনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্যাপসিক্যাম চাষ। প্রাথমিকভাবে সফলতা পাওয়ায় এখন বাণিজ্যিকভাবে ক্যাপসিক্যাম চাষ করছেন জেলার বিভিন্ন এলাকার চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভাল পাচ্ছেন কৃষকরা। কম খরচে অধিক পরিমাণ লাভ পাওয়া যায় বলে এই ফসলের চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

জানা যায়, বাজারে চাহিদা থাকায় স্থানীয় কৃষকরা ক্যাপসিক্যামের চাষ করে লাভবান হচ্ছেন। তাই জেলায় দিন দিন বাড়ছে ক্যাপসিক্যামের চাষ। আগামীতে আরও বেশি জমিতে ক্যাপসিক্যামের চাষ করবেন বলে জানান কৃষকরা।

নজরুল ইসলাম বলেন, আমার ক্ষেতের ক্যামসিক্যাম ঢাকার বাজারে পাঠাচ্ছি। এছাড়াও স্থানীয় পর্যায়ে চাইনিজ রেস্টুরেন্টেও যাচ্ছে। ঢাকার রেস্টুরেন্টে এর ভালো চাহিদা আছে। পাবনায় এই সবজি তেমন কেউ আবাদ করে না, তবে আস্তে আস্তে চাষ বাড়ছে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল কাদের জানান, ক্যাপসিক্যামের চাষ বেশ লাভজনক। আগে এ জেলার কৃষকরা এই সবজির চাষ তেমন করতেন না। এখন এই সবজির চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষকদের ক্যাপসিক্যাম চাষে সহযোগিতা করছি।

ফার্মসএন্ডফার্মার/৯মার্চ২০২১