পীরগঞ্জে (রংপুর) পরিবেশবান্ধব উপায়ে কুমড়াজাতীয় ফসল উৎপাদনের জন্য প্রণোদনা হিসাবে সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ

396

[su_slider source=”media: 4539,4540″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: রংপুরস্থ পীরগঞ্জ উপজেলা ট্রেনিং হলরুমে কৃষকের মাঝে পরিবেশ বান্ধব উপায়ে কুমড়া জাতীয় ফসল উৎপাদনের জন্য প্রণোদণা হিসেবে সেক্স ফেরোমোন ফাঁদ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার সমীর চন্দ্র ঘোষ। এ উপলক্ষে সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষককে জনপ্রতি ৫০ শতক জমির জন্য ১৮ টি ফেরোমোন ফাঁদ এবং ৩৬টি লিউর প্রদান করা হয়। এ সময় কৃষি অফিসার বলেন, এ ফাঁদ জাদুর ফাঁদ নামে পরিচিত। কুমড়া জাতীয় সবজিতে সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহার করলে চমৎকার ফল পাওয়া যায়। কোনো প্রকার কীটনাশক ছাড়াই বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। বর্তমানে এ ফাঁদ অনেক ফসলে ব্যবহার করা হচ্ছে। আম ফসলে এ ফাঁদ ব্যবহারের জন্য আম চাষিদের পরামর্শ দেয়া হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম এবং বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।