পুলিশ লাইন্সেরের পুকুরে ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করল ডিএমপি

353

রাজারবাগ পুকুর

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে পুলিশ লাইন্সের পুকুরে ২০০ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এই কর্মসূচি পালনে জাতীয় মৎস্য অধিদফতর আমাদের সার্বিকভাবে সহায়তায় করেন। ভবিষ্যতে এমন কর্মসূচি পালনে ডিএমপি সচেষ্ট থাকবে।

প্রাতিষ্ঠানিক পুকুরসমূহে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি মধ্যে ঢাকা মহানগর পুলিশের রাজারবাগ পুলিশ লাইন্স ছাড়াও ডিবির পুকুর এবং মিরপুর পিওএম পুলিশ লাইন্সের পুকুরে আরও ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, মৎস্য অধিদফতরের ঢাকা বিভাগে উপ-পরিচালক খন্দকার মাহবুবুল হক, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীরসহ ডিএমপির ও মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ