পেঁয়াজের দাম বাড়াতে পঁচানো হচ্ছে পেঁয়াজ

303

পঁচা পেঁয়াজ

কিছুদিন আগে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে মানুষের গলা টিপে ধরেছিলো আবার কয়েকদিন আগে পেঁয়াজের দাম কিছুটা কমলেও আবারও বেড়েছে পেঁয়াজের দাম, আর এই পেঁয়াজের বাজার অস্থিতিশীল করতে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে পেঁয়াজ পঁচানো হচ্ছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন গত এক সপ্তাহে প্রায় তিন হাজারের মতো পেঁয়াজের বস্তা পচে গেছে বলে। এই অবস্থার কারণে মিয়ানমার থেকে গত দুই দিন পেঁয়াজ আমদানি করেনি ব্যবসায়ীরা।

পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. জালাল উদ্দিনসহ একটি প্রতিনিধিদল টেকনাফ স্থল বন্দর ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান।

টেকনাফ স্থল বন্দরে পচে যাওয়া পেঁয়াজ খোলা জায়গায় রাখা হয়েছে। সেখান থেকে শ্রমিকরা ভালো পেঁয়াজ সংগ্রহ করছে। তবে গত দুই দিন আগে আসা পেঁয়াজ ভর্তি সাতটি ট্রলার বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে।

এত বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হলেও স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমছে না বলে অভিযোগ স্থানীয়দের।

ব্যবসায়ী নুর আলম বলেন, একটি ট্রলারে তার কিছু পেঁয়াজ এসেছিল। খালাসে দেরি হওয়ায় পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বন্দরের গাফিলতিতে ব্যবসায়ীদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত এক সপ্তাহে খালাসে দেরি হওয়ায় আমদানিকৃত তিন হাজারের মতো পেঁয়াজের বস্তা নষ্ট হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের লাখ লাখ টাকা লোকসান গুণতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের জনবল ও অবকাঠামোর অভাবে মিয়ানমার থেকে পেঁয়াজ আসা কমে গেছে। তবে চার্জের কারণে রাতে বন্দর কর্তৃপক্ষ পেঁয়াজের ট্রাকে ছাড়পত্র দিচ্ছে না। ব্যবসায়ীদের লোকসান কমাতে সরকারের কঠোর নজরদারি বাড়ানো দরকার বন্দরে।

টেকনাফ স্থল বন্দরের ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ব্যবসায়ীরা মিয়ানমার থেকে নিম্নমানের পেঁয়াজ আমদানি করায়, সেগুলো পচে যাচ্ছে। সে দেশ থেকে পেঁয়াজের ট্রলার এখানে পৌঁছাতে ১০ দিন সময় লাগে। মূলত বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করতে এসব বাহানা করছে ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষ সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের কিছু সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে আসা পেঁয়াজের ট্রলার দ্রুত খালাস করে ছেড়ে দিতে বলা হয়েছে। কেন পেঁয়াজ নষ্ট হচ্ছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ