পেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থাঃ বাণিজ্যমন্ত্রী

267

মজুদ পেয়াজ

পেঁয়াজ নিয়ে বর্তমান সময়ে একটি ব্যাপক আলোচিত বিষয়। দেশের অভ্যন্তরীণ বাজারে হঠাৎ দেশী পেঁয়াজ সহ আমদানিকৃত অন্যান্য জাতের পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরকার বিকল্প পথে পেঁয়াজ আমদানি শুরু করেছে। তারপরও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাড়িতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন দেশে এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের মজুদ আছে , যারা অবৈধ ভাবে পেঁয়াজ মজুদ করেছে তাদের তালিকা সরকারের কাছে আছে। এসব মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ টাকা দরে পিঁয়াজ বিক্রি করছে। রংপুরেও টিসিবির মাধ্যমে এ ব্যবস্থা করা হবে। যাতে করে কোনো মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধায় না পড়ে।

বর্তমানে রংপুরের কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা ৮০ থেকে ১০০ দরে বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে প্রতি পাঁচ কেজি পেঁয়াজের মূল্য নেয়া হচ্ছে ৩৫০ টাকা।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ