পোলট্রি খামারে বিষ প্রয়োগে প্রায় ৫ হাজার মুরগি হত্যা!

373

হবিগঞ্জের চুনারুঘাটের আব্দুল আউয়ালের পোলট্রি খামারে বিষ প্রয়োগ করে ৪ হাজার ৮০০টি মুরগি হত্যা করেছে দুর্বত্তরা। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারের মালিক আব্দুল আউয়াল দুপরাজ।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার ছনখলা গ্রামের আব্দুল আউয়াল প্রায় পাঁচ বছর ধরে বাড়ির পাশে ৩০ শতক জমির ওপর পোলট্রি ফার্ম মুরগির খামার গড়ে তোলেন। তার খামারে সোনালী জাতের প্রায় ৪ হাজার মুরগি ছিল। অন্যান্য দিনের মতো গত ২৪ এপ্রিল রাত ১০টার দিকে খামারের মুরগি পরিচর্যা করে আব্দুল আউয়াল নিজ বাড়িতে যান। গত রবিবার ভোরের দিকে খামারে গিয়ে দেখেন তার সকল মুরগি মরে পড়ে আছে।

খামারি আব্দুল আউয়াল বলেন, সংসার চালানোর একমাত্র অবলম্বন ছিল এই পোলট্টি খামার। আমি সব শেষ হয়ে গেল।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, আমাদের কাছে লিখিত আভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

ফার্মসএন্ডফার্মার/২৮এপ্রিল ২০২২