পোল্ট্রি, পশুস্বাস্থ্য ও পুষ্টিপণ্য বাজারজাতকারি কয়েকটি প্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তাদের দ. কোরিয়া ভ্রমণ

302

ফার্মস অ্যান্ড ফার্মার২৪.কম: Neons LTD প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পোল্ট্রি, পশুস্বাস্থ্য ও পুষ্টিপণ্য বাজারজাত করে আসছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত (পোল্ট্রি, পশুস্বাস্থ্য ও পুষ্টিপণ্য) উৎপাদন ও বাজারজাতকারি Easy bio Inc. south, korea- visit করেন ।

প্রতিনিধি দলে লায়ন ফিডস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, কনসালটেন্ট ফ্যাক্টরি ম্যানেজার নিশিথ কুমার মন্ডল, Easy bio Technieal Manager. মো.আব্দুর রহমান এবং Neons LTD. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহামুদল হাসান উপস্থিত ছিলেন।

১০ মে থেকে ১৬ মে south korea অবস্থানকালে তাঁরা Feed Additive & Broiler Proessing Plant visit করেন এবং Easy bio Head Quarter–G Teehnical Sanminer–এ Teehnical Sanminer এ অংশগ্রহণ করেন।

এছাড়া ফিড মিল এবং south,korea এর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ১৬ মে বাংলাদেশে ফেরেন।