পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭

593

636253516780494550-sb100692
পোল্ট্রি ইস্যু নিয়ে কাজ করছেন এমন পেশাগত সাংবাদিক ও কলম সৈনিকদের কাজের স্বীকৃতি, মূল্যায়ন ও তাঁদের নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) গত বছরের ধারাবাহিকতায় এবারও “পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড” প্রদান করতে যাচ্ছে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদনের কপি নিম্নবর্ণিত ঠিকানায় সরাসরি কিংবা ডাক যোগে জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
পুরস্কার : দৈনিক সংবাদপত্র (৪টি)
– প্রথম পুরস্কার: ৫০,০০০/-
– দ্বিতীয় পুরস্কার: ৪০,০০০/-
– তৃতীয় পুরস্কার: ৩০,০০০/-
– ঢাকার বাইরে থেকে প্রকাশিত সাংবাদপত্রের প্রতিবেদনের জন্য একমাত্র পুরস্কার: ৩০,০০০/-
পুরস্কার : টিভি, রেডিও (৩টি)
– প্রথম পুরস্কার: ৫০,০০০/-
– দ্বিতীয় পুরস্কার: ৪০,০০০/-
– তৃতীয় পুরস্কার: ৩০,০০০/-
বার্তা সংস্থা/অনলাইন পত্রিকা (১টি):
– একমাত্র পুরস্কার: ৩০,০০০/-
পোল্ট্রি/কৃষি বিষয়ক ম্যাগাজিন অথবা অনলাইন (১টি)
– একমাত্র পুরস্কার: ৩০,০০০/-
প্রাইজমানি ছাড়াও বিজয়ীদের মেডেল/ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে। প্রতিবেদনের প্রকাশ/প্রচার কাল : “১ নভেম্বর ২০১৬ থেকে ৩০ নভেম্বর ২০১৭” পর্যন্ত।

শর্তাবলী : একজন প্রতিযোগী একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন। প্রতিবেদনে প্রতিবেদকের নাম উল্লেখ থাকতে হবে। বিপিআইসিসি’র সভাপতি বরাবরে লিখিত আবেদনপত্রের সাথে যা সংযুক্ত করতে হবে- (১) প্রকাশিত প্রতিবেদনের ২টি মূল কপি, সংবাদ-মাধ্যমের নাম, প্রকাশকাল, পৃষ্ঠা নম্বর ও ওয়েব লিংক। টিভি/রেডিও এর ক্ষেত্রে সিডি/ডিভিডি কপি ও স্ক্রীপ্ট। (২) আবেদনকারির এক কপি ছবি এবং প্রতিবেদনটি যে গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত হয়েছে সেই গণমাধ্যমের বার্তা প্রধান/ বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক কর্তৃক স্বাক্ষরিত চিঠি। প্রতিবেদনের যাচাই, বাছাই ও মূল্যায়নের ক্ষেত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: মো. সাজ্জাদ হোসেন, মিডিয়া উপদেষ্টা, বিপিআইসিসি, ফোন: ০১৯১১-৩১৬৯৭৮, ইমেইল:[email protected]
প্রতিবেদন পাঠানোর ঠিকানা
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), মেগা ডেমিসিল, ফ্ল্যাট-বি৬, প্লট-৯১, রোড-৪, ব্লক-বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম