পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্যের কাঁচামাল আমদানিতে আগাম কর প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন কাল

400

পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্যের কাঁচামাল আমদানিতে আগাম কর (AT) প্রত্যাহারের দাবি

পোল্ট্রি শিল্প এবং পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্য প্রস্তুতকারক শিল্পের কাঁচামাল আমদানির ওপর থেকে আগাম কর প্রত্যাহারের দাবিতে ‘ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (ফিআব)’ এর উদ্যেগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (ফিআব) ছাড়াও ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ (বিপিআইসিসি), ‘ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা’ (ওয়াপসা-বিবি) এবং ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) -এর নেতৃবৃন্দ এবং স্টেকহোল্ডারগণ উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য সংবাদ-মাধ্যমের প্রতিবেদক এবং আলোকচিত্র সাংবাদিক/ক্যামেরা পারসনকে উপস্থিত থাকতে বিনীত ভাবে অনুরোধ জানানো হয়েছে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ