প্রভেট রিসোর্সেসের ‘লঞ্চিং প্রগ্রাম অ্যান্ড টেকনিক্যাল সেমিনার অন এভিক্স প্লাস’ শীর্ষক সেমিনার

358

o02-(2)

প্রভেট রিসোর্সেস লিমিটেডের (Provet Resources Ltd) আয়োজনে সোমবার রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে লঞ্চিং প্রগ্রাম অ্যান্ড টেকনিক্যাল সেমিনার অন এভিক্স প্লাস (Launching program & Technical Seminer On Aviax Plus) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে Provet Resources Ltd. এবং Phibro Animal Health corporation, USA যৌথভাবে
উৎপাদিত কক্সিডি ও স্ট্যাট এভিক্স প্লাস বাজারজাতকরণের ঘোষণা দেন।

প্রভেটের কো-অর্ডিনেটর খায়রুল বারীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শাহপরান এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলমের মনোমুগ্ধকর কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এসময় বক্তব্য দেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোছাদ্দেক হোসেন।

এরপর Phibro Animal Health- USA, South Fast Asia এর ব্যাবস্থাপনা পরিচালক Mr. David Macdonald, Phibro-এর কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। তাদের উৎপাদিত পণ্য রিসার্চ ও ডেভেলপমেন্টের ওপর তারা অধিক গুরুত্বারোপ করেন।

o03

বাংলাদেশে ব্যবসার সূচনা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে মূল বক্তব্য উপস্থাপন করেন Phibro Animal Health-এর পরিচালক Dr. Enrico Boselli (Ph.D)। এসময় তিনি কক্সিডি ও সিস নিয়ন্ত্রণ, কক্সিডি ও সিসের কারণে খামারে আর্থিক ক্ষতির বিষয়গুলি তুলে ধরেন এবং খামারীদের করণীয় তথ্য সহকারে উপস্থাপন করেন।

প্রভেট  রিসোর্সেস লিমিটেডের পরিচালক অপারেশন ডা. শামীম আহমেদ আগত সকলকে অনুষ্ঠানের কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় Aviax® Plus দেশের বাজারে নিয়ে আসতে পারবেন বলে আশা রাখেন।

এজন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি সকলকে নৈশভোজের আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

সেমিনারে দেশের খ্যাতনামা ফিডমিল ও ব্রিডার ফার্মের শীর্ষ নির্বাহী, পোলট্রি নিউট্রিশনিস্ট, ভেটেরিনারিয়ানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম