প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ডিজি হলেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক

586

ডিজি

প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডা. হীরেশ রঞ্জন ভৌমিক।

সোমবার (৬ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

নতুন পদে নিযুক্ত হওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক (সম্প্রসারণ) ও ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালে।

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ডা. হীরেশ রঞ্জন ভৌমিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। তিনি জার্মানি থেকে পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন । মাধ্যমিকে উর্ত্তীর্ণ হন রায়পুরা নরসিংদী থেকে। ভৈরব কলেজ থেকে উচ্চ
মাধ্যমিক শেষ করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন