প্রয়াত কৃষিবিদের ছেলেকে আর্থিক সাহায্য করল বায়োকেয়ার এগ্রো লি.

327

0111

বায়োকেয়ার এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর (এমডি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন প্রয়াত কৃষিবিদ আসলাম আলীর ছেলে শাহরিয়ার হাসানকে (তন্ময়) ক্যাশ চেক প্রদান করেন।

বুধবার (১৪ জুন) তন্ময়কে তিনি ৬০,০০০ (ষাট হাজার) টাকার ক্যাশ চেক প্রদান করা হয়।

এ সময় এজি এগ্রো এর সিইও কৃষিবিদ মো. লুৎফর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কৃষিবিদ মো. লুৎফর রহমান ও মো. সাখাওয়াত হোসেন পিতৃহীন তন্ময়কে লেখাপড়া ও চিকিৎসার জন্য সবার আর্থিক সহযোগিতা কামনা করেন।

তন্ময়কে সাহায্য পাঠানোর ঠিকানা:

ব্যাংক অ্যাকাউন্ট নাম: জাবেদ হাসান ভুঁইয়া অ্যান্ড শাহরিয়ার হাসান।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ১১১৩১২১২১১৩১৯৮৭
মার্কেন্টাইল ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম