প্লানেট ফার্মা ও ইমপেক্সট্রাকো’র যৌথ আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

459

DSCN6217

প্লানেট ফার্মা ও ইমপেক্সট্রাকোর (Impextraco) যৌথ আয়োজনে ‘Latest Trends & Management of Coccidiosis’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) গুলশানের হোটেল ‘আমারি ঢাকা’য় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্লানেট ফার্মার সিনিয়র এক্সিকিউটিভ জিএম শোয়াইব আদনানের উপস্থাপনায় শুরুতে ইমপেক্সট্রাকো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন কোম্পানির Technical Director, Katrien Deschepper। এর পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসালট্যান্ট  Dr. Hannes Meyns.

কারিগরি সেমিনারে বাংলাদেশের বিভিন্ন স্থানের পোল্ট্রি ফার্মে ইমপেক্সট্রাকোর ককসিডিওস্ট্যাট এর সফল ব্যবহারের দিক তুলে ধরেন কনসালট্যান্ট ডা. বিধান চন্দ্র দাশ। এর পর তিনি আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে ইমপেক্সট্রাকোর ব্যবস্থাপনা পরিচালক (Asia Pacific) Mr. Dave Munro বাংলাদেশে পোল্ট্রি সেক্টরে তাদের পণ্য বাজারজাতকরণে সহযোগিতা করার জন্য প্লানেট ফার্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে প্ল্যানেট ফার্মার ব্যাবস্থাপনা পরিচালক শাহ হাবীবুল হক সকলকে অনুষ্ঠনে আসার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে নৈশভোজে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।

সেমিনারে দেশের খ্যাতনামা ফিডমিল ও ব্রিডার ফার্মের শীর্ষ নির্বাহী, পোলট্রি নিউট্রিশনিস্ট, ভেটেরিনারিয়ানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকরা যোগ দেন।

উল্লেখ্য, Impextraco-এর SALIGRAN (Xtra-salinomycin), MONSIGRAN (Xtra-Monensin), LERBEK (Xtra-Clopidol+MBQ) DOTIMPEX (X-tra Dinitolmide), METICLORPINDOL (X-tra clopidol), DECOPEX (X-tra Decoquinate) MADIMPEX (Xtra-Maduramycin), MNGROW (Xtra-Nicerbazin+Maduramycin), ROBIMPEX (Xtra-Robenidine), পণ্য প্লানেট ফার্মা বাজারজাত করে আসছে।

যশোরে ১২শ ৮৮ কৃষককে কৃষি উপকরণ প্রদান

কুমিল্লায় গ্রিন সুপার রাইস ধানের ফসল কর্তন

অভিবাসন ব্যবস্থাপনা: গ্রামীণ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ

মেহেরপুরে ঝুড়ি ফেরি করে স্বাবলম্বী দৃষ্টি প্রতিবন্ধী মকর উদ্দীন

নওগাঁর বরেন্দ্র ভূমিতে আনারস চাষের সম্ভাবনা

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম