ফরিদপুরে কুমার নদের পাশে গরু-ছাগলের হাট

359

গরুর হাট

হারুন-অর-রশীদ,ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুর সদরের আনন্দনগর হাট গোপালপুরে কুমার নদের পাঁশে স্থায়ীভাবে শুরু হয়েছে গরু ছাগলের হাট।

ফরিদপুর পৌরসভার অনুমোদনে শুরু হয়েছে এ হাট। হাট চলবে প্রতি সোমবার দুপুর ১২টা থেকে।

সোমবার (৩০ জুলাই) বিকালে হাট ব্যবস্থাপনা নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ফিতা কেটে হাটের উদ্বোধন করেন। প্রথম দিনে হাটে আসা সকল বিক্রেতাদের মাঝে ও যারা ক্রয় করেছেন তাদের প্রত্যেককে একটি করে ছাতা উপহার দেওয়া হয়। আর এ হাটের জন্য কোন নির্ধারীত হাশিল ঠিক করেন নাই ব্যবস্থাপনা কমিটি।

বিকেলে হাটের উদ্বোধনের সময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র ও হাট গোপালপুর হাট ব্যবস্থাপনা কমিটির অহ্বায়ক মির্জা জাকির হোসেন, কমিটির সদস্য শেখ শহিদুল ইসলাম শহিদ মেম্বার, আইয়ূব সরদার, ১নং ওয়ার্ড মেম্বার এমারত হোসেন, ২নং মেম্বার ফরিদ হোসেন মোল্লা, ৩নং মেম্বার নান্নু মোল্লা, ইউপি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, আইজদ্দিন মোল্লা, আলহাজ এ এ ওয়াহেদ, হামিদুর রহমান, মো. আনোয়ার হোসেন, জলিল উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম ইসহাক, শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় এলাকাবসী উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন