সিভাসুতে ডেইরি খামারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

394

IMG_5220edit

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রামস্থ ডেইরি খামারিদের দুগ্ধজাত দ্রব্যাদি প্রস্তুতকরণ’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রোববার সম্পন্ন হয়েছে।

ডেইরি সাইন্স ল্যাবে অনুষ্ঠিত কর্মশালায় চট্টগ্রাম ডেইরি অ্যাসোসিয়েশনের ১৯ জন খামারি অংশগ্রহণ করেন।

কর্মশালায় খামারিদের বিভিন্ন দুগ্ধজাত পণ্য যেমন-দই, পনির, মাখন, ঘি ইত্যাদি তৈরির প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম, ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেয়াজুল হক।

IMG_5168edit

ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. একেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খামারিদের সনদপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক। এ সময় বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন