ফসলে সারের অপচয় কমিয়ে অধিক ফলন উৎপাদন করা সম্ভব

মহাপরিচালক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

111

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মহাপরিচালক, মোঃ ছাব্বির হোসেন বলেন, উদ্ভিদ বেঁচে থাকার জন্য ১৬ টির অধিক পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। এর মধ্যে তিনটি পুষ্টি উপাদান (কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন) উদ্ভিদ বায়ু ও পানি থেকে গ্রহন করে। অবশিষ্ট ১৩টি পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে গ্রহন করে। ১৩ টি পুষ্টি উপাদনের মধ্যে বরুরার মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, গন্ধক, দস্তা ও বোরেনের ঘাটতি লক্ষ্য করা যায়। এজন্য মাটি পরিক্ষায় মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ফসলের জন্য জমিতে কোন কোন সার কি পরিমানে প্রয়োগ করতে হবে। মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য মাটি পরিক্ষার মাধ্যমে জমিতে সার প্রয়োগ করলে একদিকে যেমন ফলন বেশী পাওয়া যায় অন্যদিকে উৎপাদন খরচ কমে যায়। তাছাড়া জমিতে অতিরিক্ত সার প্রয়োগের ফলে মাটিতে রাসায়নিক বিষক্রিয়া হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। মাটির উৎপাদন ক্ষমতা কমে যায়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার আয়োজনে, ১৫/০৪/২০২৩ তারিখে কুমিল্লা বরুড়া উপজেলার নরিন্দ গিরিবালা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে, সার ব্যবহারে অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। মহাপরিচালক ছাব্বির হোসেন মতবিনিময় শেষে মাটি পরীক্ষার জন্য কি ভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হয় তা কৃষকদের হাতে কলমে দেখিয়ে দেন।

মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), ফিল্ড সার্ভিসেস উইং এর পরিচালক মনফিক আহমদ চৌধুরী; এসআরডিআই, বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন; এসআরডিআই, সিসিবিএস প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বেগম সামিয়া সুলতানা; এসআরডিআই, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মোঃ আব্দুল হালিম; এসআরডিআই, আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস. এম. জোবায়ের আল আরমান; বরুড়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। সভাপত্ত্বি করেন, এসআরডিআই, আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জান্নাতুল ফেরদৌস, বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।