ফিডের দাম যেভাবে বাড়ছে, এতে করণীয় কি ও কিছু চিন্তাভবনা

324

যে কাজ গুলো করলে দাম কমার সুযোগ আছে তা হলঃ
১.ভুট্রা এবং সয়াবিনের চাষ বাড়াতে হবে যাতে ১.ভুট্রার চাহিদা ১০০% পূরণ করা যায়।এটা সম্বব।
সয়াবিনের চাহিদা ৩০-৪০% করতে পারলে অনেক প্রভাব পড়বে।
এর জন্য সরকার এবং বড় বড় কোম্পানীকে কাজ করতে হবে।
২.দেশের উৎপাদিত পোল্ট্রি থেকে পোল্ট্রি মিল করতে হবে।
৩.গরু ছাগলের স্লটার হাউজ করে সেখান থেকে মিট এন্ড বোন মিল বানাতে হবে।
৪.আমাদের দেশে অনেক মাছ হয় সেগুলো থেকে ফিশমিল করার উদ্যোগ নিতে হবে।
৫. পোল্ট্রি খামারী যাদের ভুট্রা চাষ করার সুযোগ আছে তারা ভুট্রা লাগাতে পারেন।
নিজেরা নিজেদের ফিড বানাতে পারেন।

৬.ব্রয়লার এবং ডিমের দাম ৭ বছর আগে যা ছিল এখন তাই আছে এমন কি প্রায় সময়ই আরো কমে যায়।সব কিছুর দামই বাড়ে শুধু পোল্ট্রি মাংস এবং ডিমের দাম বাড়ে না
তাই কিভাবে দাম বাড়ানো যায় চেস্টা করতে হবে।

অপপ্রচার দূর করে খেতে হবে সবাইকে।চাহিদা বেশি হলে দাম ও বাড়ে।
৭.নগদে ব্যবসা করতে হবে এবং ট্রেনিং নিয়ে দক্ষ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফার্ম পরিচালনা করতে হবে।ফার্ম করার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।মুরগি মারা যাবার পর না।

নগদে ব্যবসা করলে প্রতি ব্যাচে ১০-১৫ হাজার টাকা বেশি লাভ হয়।
৮.সব শিল্পেরই এসোসিয়েশন আছে কিন্তু পোল্ট্রি শিল্পের খামারীদের নাই যা আছে তা নাম মাত্র,এক্টিভ না।তবে মালিক পক্ষের আছে।
শক্ত এসোসিয়েশন হলে অনেক কিছু আদায় করার বা কিছু সমাধান বের করার সুযোগ থাকে।

৯.নিজেদের ব্রয়লার,সোনালী এবং ডিম নিজেরা বিক্রি করার এবং দাম ঠিক করার ব্যবস্থা করতে হবে।
এন্টিবায়োটিক এর প্রত্যাহার কাল মেনে এন্টিবায়োটিক এর ক্ষতিকর প্রভাব মুক্ত মাংস এবং ডিমের মার্কেট আছে এবং আরো মার্কেট বাড়াতে হবে।এটার উপর কাজ করতে হবে।

নোটঃ আমার ধারণা গুলো দিলাম।চেস্টা করতে হবে।এক সময় হতেও পারে।

ফার্মসএন্ডফার্মার/ ২৫ আগস্ট ২০২১