বকনা বা গাভী হিটে না আসার কারণ

990

বাংলাদেশে প্রায় ৩৭% গাভী অনুবর হিসেবে চিন্হিত হয়েছে। যার ফলে প্রতি বছর ক্ষতি ৪৭ কোটি টাকা।
গাভী হিটে না আসার কারণঃ

১. পুষ্টির অভাবঃ ভিটামিন এ, ই, সেলেনিয়াম, কপার,ফসফরাস, কোবাল্ট,আয়োডিন, বিটা ক্যারোটিনের অভাব জনিত কারনে গাভী/ বকনা হিটে আসে না।

২.হরমোন জনিত কারণঃ ইস্টোজেন হরমোনের অভাবে গাভী/ বকনা হিটে আসে না।

৩.সংএামক রোগঃ স্টেফাইলোকক্কাস, ব্রুসেলোসিস,বোভাইন rinoticotis, ট্রাইকোনোমিয়াসিস ইত্যাদি কারণে গাভী বা বকনা হিটে আসে না।

৪.জনন অঙ্গের সমস্যা: ডিম্বাশয়, ডিম্বনালী,জরায়ু,যোনী,যোনীমুখ এ প্রদাহ, সিস্ট,টিউমার, সংকীর্ণতা ইত্যাদি সমষ্যা থাকলে গাভী/ বকনা হিটে আসবেনা।
উওরণের উপায়ঃ

০১. পুষ্টির অভাব জনিত কারণ দূর করতে সুষম খাবারের ব্যাবস্থা করতে হবে।গাভীকে দিন ২৫০ গ্রাম শুটকি গুড়া চিটা গুড়ের সাথে মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায়।

০২.সংএামক রোগ হলে দক্ষ টেকনিশিয়ান বা ডাক্তার দিয়ে জরায়ু ওয়াস করতে হবে।

০৩.পুনঃ পুনঃ হিটে আসলে ১% সোডিয়াম বাই কাবনেট সুলুউশন দিয়ে জরায়ু ওয়াশ করলে উপকার পাওয়া যায় যা পরীক্ষিত।

০৪. হরমোন জনিত গোলাযোগে ডাক্তার বা দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ সরুপ – Fartilon/ Gonarelin / Godaralin ইত্যাদি প্রয়োগ করা যায়।

যার গাভী বা বকনার হিট নিয়ে চিন্তিত রাতে আলোচনা করবও টোটাল চিকিৎসা পদ্ধতি নিয়ে-

ফার্মসএন্ডফার্মার/ ১৬ নভেম্বর ২০২১