বগুড়ায় বিএডিসির বোরো ধানের বীজক্ষেত পরিদর্শন

385

[su_slider source=”media: 4385,4386″ title=”no” pages=”no”] [/su_slider]

মো. দেলোয়ার হোসেন, বগুড়া প্রতিনিধি: গত ২৬ এপ্রিল বগুড়া জেলার বিএডিসির বোরো ধানের বীজক্ষেত পরিদর্শন করেন বগুড়া জোনের বিএডিসির যুগ্ম পরিচালক (টি.সি.) কৃষিবিদ নরেশ চন্দ্র পাল এবং যুগ্ম পরিচালক (কন্ট্রাক গ্রোয়াস) কৃষিবিদ মো. কবিরুল হাসান। বীজক্ষেত পরিদর্শনকালে তাঁরা কন্ট্রাক গ্রোয়াসের কৃষকের সাথে মতবিনিময় করেন। এ সময় ধান বীজের বিশুদ্ধতার কথা উল্লেখ করে তাঁরা বলেন, ভালো ফসল উৎপাদনে ভালো বীজের প্রয়োজন। তাই মানসম্মত বীজ উৎপাদনে সময়মতো আগাছা দমন, সুষম মাত্রায় সার প্রয়োগ, রোগবালাই ও পোকামাকড় দমন করতে হবে। তাঁরা আরো বলেন, ভালো বীজ উৎপাদনের জন্য বীজতলা থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত বিজাত বাছাই করতে হবে। কারণ, ভালো বীজে কোনো প্রকার আগাছা বীজ বা অন্য যে কোনো ফসলের বীজ থাকা যাবে না। বোরো ধানের বীজ উচ্চমূল্যে ক্রয় করা হয়ে থাকে। তাই এ বীজ উৎপাদন করে কৃষকরা বেশ লাভবান হতে পারবেন। খাবারধান চাষ করে কৃষকরা যে দাম পান তার চেয়ে বীজের মূল্য পাওয়া যায় দু’গুণ বেশি। বীজক্ষেত পরিদর্শনকালে কন্ট্রাক গ্রোয়াস কৃষকরা উন্নতমানের বীজ উৎপাদন ও সরবরাহ করার আশ্বাস দেন। এ সময় কন্ট্রাক গ্রোয়াসের কৃষকসহ বিএডিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।