বজ্রপাত থেকে কৃষককে রক্ষায় উপায় বের করলেন তরুণ প্রকৌশলী

354

বজ্রপাত-থেকে-বাঁচার-উপায়

ফাঁকা মাঠে কাজ করার সময় বজ্রপাত থেকে সুরক্ষায় কিছু কার্যকর উদ্যোগ নিতে পারে কৃষক। কিছু প্রস্তুতি ও সতর্কতায় রক্ষা পেতে পারে তার জীবন। কৃষকের উপযোগী কিছু বিজ্ঞানসম্মত ব্যবস্থা নিয়ে কাজ করছেন এক তরুণ প্রকৌশলী।

ফাঁকা মাঠে কাজে ব্যস্ত কৃষকের জন্য বজ্রপাত এক প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগ। দেশে বজ্রপাতে মৃতের সংখ্যা বাড়ছে, এর মধ্যে সিংহভাগই কৃষক।

এ বিষয়গুলো উপলব্ধি করেই সুউচ্চ বাঁশের মাথায় লোহার দণ্ড বেঁধে তার সংযোগ আরেকটি ধাতব দণ্ডের মাধ্যমে মাটিতে পুঁতে কিছু এলাকা বজ্রপাত সুরক্ষার কথা জানাচ্ছেন তরুণ প্রকৌশলী মো. মনির হোসেন।

একই সঙ্গে মনির জানাচ্ছেন বজ্রপাত সুরক্ষায় আরো কিছু সর্তকতার কথা।

মনিরের এই পদ্ধতির কিছুটা পরিমার্জন ও সংযোজনের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কৃষকের সচেতনতাই তার সুরক্ষার জন্য রাখতে পারে কার্যকর ভূমিকা। সূত্র :চ্যানেল আই।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন