বরিশালের উজিরপুরে বিধ্রান-২৯’র মাঠ দিবস অনুষ্ঠিত

393

[su_slider source=”media: 4526,4527,4528,4525″ title=”no” pages=”no”] [/su_slider]

বরিশাল থেকে বিশেষ প্রতিনিধি: এসআরডিআই’র ব্যবস্থাপনায় এবং অফ লাইন ডিজিটাল সার সুপারিশ কর্মসূচির অর্থায়নে গত ০৩ মে বরিশালের উজিরপুরস্থ পূর্ব পরমানন্দ সাহা গ্রামে বিধ্রান-২৯’র ওপর এক মাঠদিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কৃষক সালেক ঢালির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম. আমিনুল ইসলাম আকন, কাজী আমিনুল ইসলাম, ইশরাত জাহান, নাজমুল শাহাদত রত্ন, আদর্শ কৃষক শহিদুল রাঢ়ি।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, গাছের প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য জমিতে সার দেয়া স্বাভাবিক বিষয়। তবে কোন জমিতে কতটুকু সার দিতে হবে তা সঠিকভাবে নির্ণয় কেবল মাটি পরীক্ষার মাধ্যমেই সম্ভব। এতে সারের অপচয় কম হয়। পাশাপাশি মাটির স্বাস্থ্য ভালো থাকে। প্রদর্শনী চাষি শহিদুল রাঢ়ি বলেন, এসআরডিআই’র পরামর্শে সুষম সার ব্যবহার এবং লাইনে রোপণ করার কারণে ধানের ফলন বেশ ভালো হয়েছে। গাছও হেলে পড়ে নাই। তিনি আগামীতে আরো বেশি করে বিধ্রান-২৯ চাষ করবেন বলে জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।