[su_slider source=”media: 4135,4136,4137″ title=”no” pages=”no”] [/su_slider]
বরিশাল থেকে বিশেষ প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি শীর্ষক দিনব্যাপি এক প্রশিক্ষণ আজ (১৮ এপ্রিল) বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশালের উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের উপপরিচালক আবুল হোসেন তালুকদার, বরগুনার উপপরিচালক সাইনুর আজম খান, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর, আঞ্চলিক অফিসের উপপরিচালক তুষার কান্তি সমদ্দার, উদ্যান বিশেষজ্ঞ জি. এম. কবির খান প্রমুখ। প্রশিক্ষণে কৃষকের মাঝে উন্নত প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ ও টেকসই কৃষি কার্যক্রম প্রবর্তন, ই-কৃষি তথ্য সেবা সম্প্রসারণ, কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিতকরণ, মাটির স্বাস্থ্যের উন্নয়ন, সম্প্রসারণ কর্মি ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি, কৃষির উন্নয়নে নারীকে সম্পৃক্তকরণ, কীটনাশক এবং রাসায়নিক সারের মান নিয়ন্ত্রণ, প্রচলিত লাগসই প্রযুক্তির সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব মোকাবেলায় চাষিদের প্রযুক্তিগত পরামর্শ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল কালাম আজাদ’র সাথে পরিচিতি ও মতবিনিময় হয়।