[su_slider source=”media: 4099,4100″ title=”no” pages=”no”] [/su_slider]
বরিশাল থেকে বিশেষ প্রতিনিধি: গত ১৩ এপ্রিল বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউশের বীজ, রাসায়নিক সার এবং ফেরোমোন ফাঁদ বিতরণ করেন বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এ উপলক্ষে সদর ও মেট্টোপলিটন কৃষি অফিস’র যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন, মেট্টোপলিটন কৃষি অফিসার মোসা. ফাহিমা হক, কৃষি সম্প্রসারণ অফিসার মেহের মালিকা প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রাকৃতিকজনিত কারণে প্রতি বছর আমাদের জমির ফসল বিনষ্ট হচ্ছে; তারপরও মানুষ অনাহারে কিংবা অর্ধাহারে আছে এমন একটি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। তা সম্ভব হয়েছে এ সরকারের কৃষিসফলতায়। রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগ যতোবার আসে, কৃষক ততোবারই বিনা পয়সায় কৃষি উপকরণ পায়। আউশের এ প্রণোদনা এরই অংশবিশেষ। এ সুযোগ কাজে লাগিয়ে দখিনের কৃষিকে আরও সমৃদ্ধশালী করতে হবে। তাহলেই কৃষিবান্ধব এ সরকারের মহতি উদ্যোগ স্বার্থক হবে। দেশ হবে আরো উন্নত। তিনি এ অঞ্চলের চাষিদের কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উল্লেখ্য, সদরের ৫ শ’ ৪০ জনের মধ্যে ৫ শ’ চাষিকে জন প্রতি ৫ কেজি উফশী আউশের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার, সেচ খরচ বাবদ ৪ শ’টাকা এবং ৩০ জন নেরিকা ধান চাষিকে ১০ কেজি হারে বীজ, একই পরিমাণ সার, সেইসাথে সেচ বাবদ ৪ শ’ টাকা ও আগাছা বাবদ আরো ৪ শ’ টাকা দেয়া হয়। এছাড়া বাকি ১০ জন কৃষকের মাঝে কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনের জন্য ফেরোমোন ফাঁদ বিতরণ করা হয়, আর মেট্টোপলিটনের ৫০ জন উফশী আউশ ধান চাষির জন্যও অনুরূপ প্রণোদনা দেয়া হয়।